ইনস্টাগ্রামে কেনাকাটার সুবিধা চালু

১৬ জুলাই, ২০২০ ২৩:৩৩  
এখন ইনস্টাগ্রাম থেকেই বিভিন্ন ব্র্যান্ড ও নির্মাতাদের পণ্য খোঁজা ও কেনাকাটা করা যাবে। বৃহস্পতিবার নতুন এই সুবিধাটি চালু করা হয়েছে। খবর রয়টার্স। ফেসবুকের মালিকানাধীন কোম্পানিটির ‘ইনস্টাগ্রাম শপ’ নামের এই ফিচার প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্য বিশ্বব্যাপী সেবাটি চালু করা হবে। নতুন শপিং সেকশনের ‘এক্সপ্লোর’ সেকশন পাওয়া যাবে। এরপর সেখান থেকে বিভিন্ন পণ্য দেখা যাবে। পণ্য কেনার জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রামে যুক্ত হবে ফেসবুক পে। শিগগিরই সকল অ্যাপসে পেমেন্ট সেবা ইন্টিগ্রেট করা হবে। ডিবিটেক/বিএমটি